পশ্চিমাদের কাছ থেকে যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২০ ১৭:২৩:৫১


রুশ আগ্রাসন মোকাবিলায় সহায়তা হিসেবে পশ্চিমাদের কাছ থেকে যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলে হামলা জোরালো করেছে মস্কোর বাহিনী।

আর এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো কিয়েভের জন্য নতুন অস্ত্র সরবরাহ করছে। এছাড়া ‘রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা’ বাড়ানোরও নতুন উদ্যোগ শুরু হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে ইউক্রেন সম্প্রতি যুদ্ধবিমান এবং এর যন্ত্রাংশ পেয়েছে। বিমান বাহিনীকে শক্তিশালী করতে এসব সামগ্রি দেওয়ার কথা জানানো হলেও সংখ্যা সম্পর্কে কোনও ধারণা দেয়নি পেন্টাগন।

পশ্চিমা সহযোগীদের কাছে মিগ-১৯ যুদ্ধবিমান চেয়েছিল ইউক্রেন। দেশটির পাইলটেরা ইতোমধ্যেই এই বিমান ওড়াতে জানে আর পূর্ব ইউরোপের বহু দেশের কাছে এই বিমান রয়েছে।

ডনবাস এবং অবরুদ্ধ মারিউপোলের নিয়ন্ত্রণ মস্কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব অঞ্ছল দখল করতে পারলে রাশিয়া ক্রিমিয়া উপত্যকার সঙ্গে করিডোর স্থাপন করতে পারবে। ২০১৪ সালে ক্রিমিয়া উপত্যকা দখল করে নেয় রাশিয়া।

সূত্র: এএফপি

সানবিডি/এনজে