সেনাবাহিনী না থাকলে পাকিস্তান তিন টুকরো হয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২১ ১২:১৭:৩৪


ইমরান খান বলেছেন, দেশের যুবকরা যদি ‘বিদেশি ষড়যন্ত্র’ মেনে নেয় তবে ভবিষ্যতে পুরো প্রজন্ম ধনি দেশের ভিসা পেতে চাইবে। যদি এই সরকারের মতো দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে তাহলে কোনো ভবিষ্যৎ নাই।

বুধবার রাতে দলের কমী-সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো কয়েকটি মিম সম্পর্কে প্রম্ন করা হলো ইমরান খান জানান, তিনি এখন টেলিভিশন দেখেন না এবং পত্রিকা পড়ার সময় পান না। তবে তিনি সামাজিক মাধ্যমে ওই বিষয়গুলো দেখেছেন। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের।

ইমরান খান তার সমর্থকদের পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে খারাপ কিছু না বলতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,  সেনাবাহিনী না থাকলে, পাকিস্তান থাকবে না,ইমরান খানের চেয়েও পাকিস্তানের সেনাবাহিনী প্রয়োজন বেশি।

ইমরান খান বলেন, পাকিস্তানের শত্রুরা সেনাবাহিনীকে আক্রমণ করছে এবং নওয়াজ শরিফ এবং আসিফ আলি জারদারির শাসনের সময় সেনাবাহিনীকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নওয়াজ যখন বিদেশ ছিলেন তখন তিনি সেনাপ্রধানকে আক্রমণ করেছেন।বিষয়টি সেনাবাহিনী এবং প্রত্যেকেই জানে।

বক্তব্যে তিনি সেনাবাহিনী না থাকলে এই মুহূর্তে পাকিস্তান তিন টুকরো হয়ে যাবে বলে মন্তব্য করেন।

সানবিডি/ এনজে