৫০ লাখ ছাড়িয়েছে ইউক্রেনে যুদ্ধে শরণার্থীর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২১ ১৫:৫৮:২৪


ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর একের পর এক মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে যাচ্ছে। বুধবার (২০ এপ্রিল) জাতিসংঘ জানিয়েছে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সব থেকে বড় শরণার্থী সংকট।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রায় আট সপ্তাহের এই যুদ্ধে বহু মানুষ মারা গেছে। অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ৭০ লাখের বেশি মানুষ ইউক্রেনের ভেতরেই উদ্বাস্তু হয়ে গেছে।

সানবিডি/এনজে