নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় হত্যাসহ তিন মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২১ ১৫:৫৭:৩৯


নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত হত্যাসহ মোট ৩ টি মামলা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদি হয়ে মামলা করেছে ২টি। অন্য মামলাটি করেছে সংঘর্ষে নিহত নাহিদের পরিবার।

৩ টি মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ১১’শ জনকে আসামি করা হয়েছে। নিউমার্কেটে ত্রিমুখী সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ২৪ জন ব্যবসায়ী ও ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ ব্যবসায়ী-কর্মচারী এবং ঢাকা কলেজের ৬০০ থেকে ৭০০ ছাত্রের নামে একটি মামলা করেছে পুলিশ। আর ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত দেড়শ থেকে ২০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি মামলা করেছে পুলিশ।

এরআগে বুধবার রাতে নিউমার্কেট থানায় সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদের পরিবার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। নিউমার্কেট থানাবুধবার রাতেই মামলা তিনটি রেকর্ড করা হয়।

গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। ছাত্রদের অনেকে হেলমেট পরে এবং লাঠি হাতে নিয়ে সংঘর্ষে জড়ান। ব্যবসায়ী-কর্মচারীরাও লাঠিসোটা ও লোহার রড নিয়ে ছাত্রদের ওপর হামলা চালানো শুরু করেন।

বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে গোটা নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকায়। থেমে থেমে সারাদিন চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে শতাধিক শিক্ষার্থী এবং প্রায় অর্ধশত ব্যবসায়ী-কর্মচারী আহত হন। দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত পথচারী নাহিদ ও দোকান কর্মচারী মোরসালিন নামের দুই জনের মৃত্যু হয়েছে।

এএ