ইলিয়াস আলীর প্রসঙ্গে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-২১ ১৬:০৩:৩৫
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী প্রসঙ্গে নেত্র নিউজে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র এ মন্তব্য করেন।
খন্দকার আল মঈন বলেন, নেত্র নিউজে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছে না, তখন থেকেই তার স্ত্রী যখন আমাদের কাছে এসেছেন আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা করেছি। তিনি যেখানে যেখানে তার স্বামী অবস্থান করতে পারেন, এমন সন্দেহ পোষণ করেছেন বা তিনি যে তথ্য দিয়েছেন তার সহযোগিতায় আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। এখনো সহযোগিতা করে যাচ্ছি। এ বিষয়ে আমদের যদি কেউ তথ্য দেন আমরা কিন্তু যাচ্ছি ইলিয়াস আলীকে খুঁজে বের করতে। এটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।
র্যাবের সব ধরনের অভিযান আইন মেনে করা হয় জানিয়ে খন্দকার আল মঈন বলেন, প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য-উপাত্ত প্রচারিত হয়েছে তা সবই ভিত্তিহীন। এটাই আমাদের বক্তব্য। কারণ তারা যেভাবে তথ্য উপাত্ত দেখিয়েছে বিষয়টি আসলে সঠিক না।
এএ