নিজস্ব ওএমএস চালু করবে ফার্স্ট ক্যাপিটাল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৪-২১ ১৭:৩২:০৫
নিজস্ব ওএমএস চালু করবে ফার্স্ট ক্যাপিটাল। এজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিঃ ও ইকোসফটবিডি আইটি লিঃ এর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
১৯৯৫ সাল থেকে শেয়ার বাজারে নিবেদিতভাবে ব্রোকারেজ সেবা দিয়ে আসছে ফাস্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিঃ। সময়ের চাহিদা ও তথ্য প্রযুক্তির কল্যানে ব্রোকারেজ সেবাকে বিশ্বের আনাচে-কানাচে পৌছে দিতেই নিজস্ব ওএমএস সার্ভিস চালু করতে যাচ্ছে কোম্পানীটি। যাতে সহজেই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীরা এই ট্রেডিং প্ল্যাটফর্মে দুই এক্সচেঞ্জের ট্রেডিং সুবিধা পেতে পারেন।
এছাড়াও অলাইন অর্ডার, এ্যাডভান্স অর্ডার প্লেস, স্টপ লসসহ আরো অনেক সুবিধা সম্বলিত এই ওএমএস সফটওয়্যারটি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের আশা পূরণে সক্ষম হবে বলে আশা করেছে ফাস্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লি: কতৃর্পক্ষ।
বিনিয়োগকারীরা মোবাইল, কম্পিউটার ও ওয়েব ব্রাউজার এর মাধ্যমে ওএমএসের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবেন।
এছাড়াও থাকছে টেকনিক্যাল চ্যাটিং সুবিধা, কোম্পানীর ফিন্যান্সিয়াল ইনফরমেশন, যেগুলো ব্যবহার করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন।
আগামী ছয় মাসের মধ্যে ইউএটি, ফিক্স সার্টিফিকেশন মক ট্রেডিং এবং সর্বশেষ গো লাইভে যাওয়ার প্রত্যাশা নিয়ে কোম্পানী তাদের কার্যক্রম শুরু করেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ