বাবার কোলে শিশু হত্যার ঘটনায় ৪ আসামি রিমান্ডে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-২১ ১৮:০৮:৩৯


নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চার আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে আসামিদের হাজির করা হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বুধবার রাতে, চরজব্বর থানায় পাঁচ আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন র‍্যাবের উপ সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

মঙ্গলবার রাতে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকা থেকে মামলার মুল আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

এ সময় একটি পিস্তল, পাইপ গান, ম্যাগজিন, বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়। গত ১৩ এপ্রিল বাবার সঙ্গে চকলেট কিনতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মারা যায় চার বছরের শিশু তাসকিয়া।

গত ১৩ এপ্রিল বিকেলে তাসকিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যান আবু জাহের। দোকান থেকে তাসফিয়ার জন্য চকোলেট, জুস ও চিপস নিয়ে বের হওয়ার সময় সন্ত্রাসীরা এসে মাটি কাটা নিয়ে একটি বৈঠকে কেন ছিলি বলে প্রথমে গালাগাল করে। এরপর গুলি করে। বাবা-মেয়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাসফিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে অ্যাম্বুল্যান্সে নানির কোলে মারা যায়।

এ ঘটনায় ১৪ এপ্রিল তাসফিয়ার খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমন, বাদশাসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।

এএ