বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-২২ ১৭:৪২:৩৫


শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সাগর (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাগর আলী ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের সুরিহারা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

ঝিনাইগাতী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, শুক্রবার দুপুরে সাগর আলী বাড়ীর পাশে বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাগর আলীর মৃত্যু হয়। পরিবারের লোকজন সাগর আলীকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।