পাওয়ার টিলার পুকুরে পড়ে নিহত ৩

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৪-২২ ২১:২১:০২


নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার টিলার পুকুরে পড়ে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-তমরদ্দি ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫) ও আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন(১৬)। এ ঘটনায় ওই ইউনিয়নের মো. বাবলু উদ্দিনের ছেলে ইলিয়াস উদ্দিন (২২) মুমূর্ষু অবস্থায় হাতিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, তমরদ্দি বাজার থেকে ওছখালী বাজারে আসার পথে খবির মিয়াবাজারে পশ্চিম পাশে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় মালবোঝাই পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বেলাল হোসেন, মো. রুবেল ও দেলোয়ার হোসেন নিহত হন। একজনকে গুরুতর অবস্থায় হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত তিনজন ওই গাড়ির চালক ও হেলপার।