প্রাকৃতিক রাবার রফতানি বেড়েছে কম্বোডিয়ার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৩ ১৪:২০:২২


কম্বোডিয়ায় প্রাকৃতিক রাবার ও রাবার কাঠ রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এসব পণ্য রফতানি করে ৯ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে দেশটি। সম্প্রতি কম্বোডিয়ার জেনারেল ডিরেক্টোরেট অব রাবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বছরের প্রথম তিন মাসে শুধু রাবার রফতানি থেকে আয় এসেছে ৯ কোটি ৮০ লাখ ডলারেরও বেশি। ৫ লাখ ৮৬ হাজার ৭০ ডলার এসেছে রাবার কাঠ রফতানি করে।

গত মাসে দেশটিতে প্রাকৃতিক রাবার উৎপাদন ফেব্রুয়ারির তুলনায় ৬ শতাংশ বেড়ে ৬১ হাজার ৮৩৯ টনে উন্নীত হয়। এছাড়া গত বছরের মার্চের তুলনায় উৎপাদন ১ শতাংশ বেড়েছে। রাবার কাঠ বিক্রির পরিমাণ ৩ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৮৩৬ ঘনমিটারে দাঁড়িয়েছে।

বছরের প্রথম প্রান্তিকে রাবারের গড় বিক্রয় মূল্য ৪২ ডলার কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৫৯৫ ডলারে। এবার মোট ৪ লাখ ৪ হাজার ৪৪ হেক্টর রাবার আবাদি জমির মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৯৩ হেক্টরে আবাদ করা হয়েছে। ৯৩ হাজার ৮৫১ হেক্টর জমি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।

সানবিডি/এনজে