ট্রাকচাপায় সাতক্ষীরায় নিহত ১
প্রকাশ: ২০১৬-০২-২২ ১৪:৪৭:২১
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় ট্রাকচাপায় মোসেল উদ্দিন (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসেল উদ্দিন তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত ইয়ামুদ্দিনের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক ত্রিশমাইল এলাকায় পৌঁছে বাইসাইকেল আরোহী মোসেল উদ্দিনকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সানবিডি/ঢাকা/আহো