হামলার পরেও আল আকসায় দেড় লাখ ফিলিস্তিনির নামাজ আদায়
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৩ ১৬:৩৭:৪৩
পবিত্র রমজান মাসেও থামছে না আল-আকসায় ফিলিস্তিনিদের ইসরাইলি বাহিনীর হামলা। মসজিদে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে। তবে ইসরাইলের প্রতিরোধে ভয় পাচ্ছে না ফিলিস্তিনিরা। তারা বলছে, যতই বাধা দেওয়া হোক না কেন তারা আল-আকসায় প্রবেশ করবে।
শুক্রবার ভোরে ইসরাইলি বাহিনী আল আকসায় হামলা চালায়। এর পরেও মসজিদে নামাজ আদায় করেছেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনি। জেরুজালেম ইসলামিক ওয়াকফ এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার ফজরের নামাজের ওই মসজিদে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সে সময় ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রায় ৩১ ফিলিস্তিনি আহত হন। আহতদের মধ্যে ৩ জন সাংবাদিক রয়েছেন।
গত সপ্তাহে ইহুদিদের উৎসব চলাকালীন সময় পুলিশ বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেয়। অবৈধ দখলদারীদের অনুপ্রবেশের কারণে মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে প্রায় প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে।
১৫ এপ্রিল ইহুদিদের ধর্মীয় উৎসব প্যাসওভারের প্রথম দিনে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫৮ জন ফিলিস্তিনি আহত হয়েছে। প্রায় ৪০০ ফিলিস্তিনিকে কম্পাউন্ডের ভিতরে আটক করেছে ইসরাইলি বাহিনী।
সানবিডি/এনজে