কালের পরিক্রমা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-২৪ ১৭:২৭:২০


ফাহমিদ জামান

নিঃশ্বব্দে,নিভৃতে বয়ে যাচ্ছে শত প্রহর,

নিরন্তর হাসি-কান্না সঙ্গী তাহার।

স্মৃতিটুকু শুধু পড়ে রয়,

মহাকালের জটিল ধাঁধায়।

রয় শুধু বেদনার গান,

এই যে সময়,

শুধু ব্যাথা দিয়ে যায়,

কারো তরে থেমে যাওয়ার নয়।

প্রতিটি বসন্তের শেষে,

অনন্ত অজানার দেশে।

হারিয়ে যায় কিছু প্রিয়জন,

হারিয়ে যায় কত প্রিয় স্মৃতি।

একই সুরের কত প্রিয় গীতি,

আবার শুন্যে দাড়িয়ে রই,

বার-বার ফিরে দেখা।

দিগন্তে চেয়ে থাকা,

ভুলে গেছি তাদের।

চলে গেছে যারা,

ক্ষণিকের এপারের গান,

মিছেমিছি সবই কেবল মায়া।

গেয়ে যেতে চায়,

ওপারের গান,মুক্তির গান।

সানবিডি/এনজে