বিচারপতি শামসুদ্দিনের বক্তব্যের বিরুদ্ধে রিট
প্রকাশ: ২০১৬-০২-২২ ১৬:০২:০২
অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচার বন্ধে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
এই বিচারপতির বক্তব্য বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ন করছে বলে অভিযোগ এনে এই রিট আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার। আজ সোমবার ওই আইনজীবীর পক্ষে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ন হয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এমন বক্তব্য-বিবৃতি সব গণমাধ্যমে প্রকাশ-প্রচার করা থেকে বিরত রাখতে তথ্যসচিবকে কেন নির্দেশ দেয়া হবে না, সেই রুলও চাওয়া হয়েছে এই আবেদনে।
আবেদনটিতে বিবাদী করা হয়েছে তথ্যসচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে।
প্রসঙ্গত, অবসরে যাওয়ার পর রায় লেখা ইস্যুতে প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত আলোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরোধ সৃষ্টি হয়। এই ইস্যুতে বিচারপতি মানিক মিডিয়ার সামনে মুখ খুলেন। এমনকি সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির ওপর নানা অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন। তাঁর এসব বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করবে বলে আশঙ্কা প্রকাশ করেন দেশের বুদ্ধিজীবী সুশীল সমাজের সদস্যরা।
সানবিডি/ঢাকা/আহো