ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৪ ১৬:৫৭:৩৪


তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে চারটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জন মারা গেছেন। তারা সবাই আফ্রিকান। ওই চার নৌকায় কমপক্ষে ১২০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে এখনো অন্তত ১০ জনের খোঁজ পাওয়া যায়নি। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।

এ বিষয়ে আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নৌকাগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাচ্ছিলেন আরোহীরা।

সম্প্রতি তিউনিসিয়া ও লিবিয়া থেকে অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা ফের বেড়েছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও করোনা মহামারির অভিঘাতে চরম আর্থিক সঙ্কটে পড়া অসহায় নাগরিকরা ইউরোপের দিকে ছুটছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে গেছেন। ২০২০ সালে গিয়েছিল ৯৫ হাজারের বেশি।

সানবিডি/এনজে