কেয়া কসমেটিকসে ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৪ ১৭:৩৭:০৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পর্ষদকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসির নিয়োগকৃত স্বতন্ত্র পরিচালকরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের সহযোগী অধ্যাপক পল্লবী সিদ্দিকা ও একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দিন।

সূত্র মতে, কেয়া কসমেটিকস লিমিটেডের কর্পোরেট গভর্ন্যান্সের উন্নতি করতে কোম্পানিটির বোর্ডে এই দুইজন স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত চিঠির একটি করে কপি নিয়োগকৃত দুই পরিচাল, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ