ঢাকা কলেজে র‌্যাব-ডিবির অভিযান, আটক ১২

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-২৪ ২০:৩৯:০৯


রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অন্তত ১২ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে অভিযান চালানো হয়। কিছুক্ষণ আগে পরে র‌্যাব ও ডিবি অভিযান চালায়। দুই বাহিনী অন্তত ১২ জনকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

র‌্যাবের একটি সূত্র জানায়, চাঞ্চল্যকর সংঘর্ষের ঘটনায় র‌্যাব কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞেস করা হবে।

ঢাকা কলেজের একজন বলেন, ‘র‌্যাব যে কয়েকজনকে নিয়ে গেছে তাদের মধ্যে রফিকুল আলম শেখ তিতাস, জসিম খান, ফিরোজ হোসেন ও ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির উপ সম্পাদক জুলফিকারের নাম রয়েছে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘গোয়েন্দা পুলিশও বেশ কয়েকজনকে নিয়ে গেছে। তাদের নাম জানা সম্ভব হয়নি।’

এএ