গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-২৫ ১১:১৫:৩৮


বরিশালের মেহেন্দিগঞ্জে গলায় খাবার আটকে আব্দুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মেহেন্দিগঞ্জ পৌরসভায় ৫নং ওয়ার্ড কালিকাপুর গ্রামে রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ পৌরসভার কালিকাপুর গ্রামের সুজন জমাদারের ছেলে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শাকিলা ইসরাত জানান, শিশুটিকে তার মা সুজি খাওয়ানোর সময় গলায় আটকে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালে আসার আগেই দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।