মহাসড়কের জমি বিক্রির ঘটনা দুদককে তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৫ ১৩:৩৮:৩৮
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর অংশের মহাসড়কের সরকারি জমি ১৫ কোটি টাকা নিলামে বিক্রির ঘটনা দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৫ এপ্রিল) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ নির্দেশ দেয়। এছাড়া দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
যমুনা টেলিভিশনের ৩৬০ ডিগ্রি এর অনুসন্ধান বেরিয়ে আসে এই মহা জালিয়াতির ঘটনা। প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখে একটি বেসরকারি ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন মো. গোলাম ফারুক নামে এক প্রতারক। তবে বিষয়টি ধরা পড়ার পর আবার সংশোধন করেন দলিল। অবশেষে গত ১৪ এপ্রিল রাতে রাজধানীর উত্তরা থেকে ফারুকসহ তার ঘনিষ্ঠ সহযোগী ফিরোজ আল মামুন ওরফে ফিরোজকে গ্রেফতার করে র্যাব।