জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-ডেনমার্ক কাঠামো চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৫ ১৬:৫৯:০১
অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি কাঠামো চুক্তি সই হয়েছে।আজ সোমবার (২৫ এপ্রিল) ঢাকার একটি হোটেলে এই চুক্তি সই হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মৌলার মর্তেন্সেন চুক্তিতে সই করেন।
এই চুক্তি স্বাক্ষরের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ডেনমার্কের রাজকুমারী মেরির উপস্থিতিতে এটি সই হয়েছে। এটি একটি সাধারণ কাঠামো চুক্তি এবং এর অধীনে আমরা অনেকগুলো অ্যাকশন প্রোগ্রাম নেবো।
ডেনমার্ক জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক অগ্রগতি অর্জন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ডেনমার্কের প্রতিনিধিদল কক্সবাজার, সাতক্ষীরা, বাগেরহাট উপকূলীয় অঞ্চল ঘুরে দেখবেন এবং ড্যানিশ সহযোগিতায় কী কাজ হয়েছে এবং আগামীতে কী সহায়তা দেওয়া যাবে সেটি পর্যালোচনা করবেন।
সানবিডি/ এনজে