ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৫ ১৮:১১:২২
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের আমন্ত্রণ গ্রহণ করেছেন। নাফতালি বেনেট মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েল সফরের প্রস্তাব দিয়েছেন। দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি জানানো হলেও বাইডেনের সম্ভাব্য সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বেনেটের কার্যালয় থেকে দেওয়া বিবৃতির বরাতে আলজাজিরা জানিয়েছে, গতকাল রবিবার বেনেট ও বাইডেনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।
জেরুজালেমে সহিংসতা ও উসকানি বন্ধের প্রচেষ্টা সম্পর্কে বাইডেনকে অবহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
জেরুজালেমের আল-আকসা মসজিদে সম্প্রতি উত্তেজনা লক্ষ্য করা গেছে। গত ১৫ এপ্রিল থেকে আল-আকসায় ইসরায়েলি বাহিনীর অভিযানের জেরে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া আটক হয়েছেন আরো তিন শতাধিক ফিলিস্তিনি।
গত শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ ফিলিস্তিনি আহত হন। আল-আকসা মসজিদে গত শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় মাথায় গুরুতর আঘাত লাগে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনির। ওই তরুণের পরিবার বলছে, বর্তমানে তিনি কোমায় আছেন। ইসরায়েলি বাহিনীর হামলার শিকার তরুণ ওয়ালিদ আল-শরিফ বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন উত্তেজনা কমাতে এবং পবিত্র রমজানে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিতে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে চলমান প্রচেষ্টার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
ইসরায়েলি সরকার বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর ওপর থেকে সন্ত্রাসী তালিকাভুক্তি প্রত্যাহার না করার অনুরোধ জানিয়েছেন বেনেট।
সূত্র : আলজাজিরা।
সানবিডি/এনজে