জাতিসংঘের এনজেডবিএ’র সদস্য হলো সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৫ ১৯:৫৫:২১


সিটি ব্যাংক সম্প্রতি নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সে (এনজেডবিএ) যোগ দিয়েছে। সবুজ বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘের অধিভুক্ত সারা বিশ্বের নেতৃস্থানীয় ব্যাংকগুলো নিয়ে এই নেট-জিরো ব্যাংকিং জোট গঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা পূরণের লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নির্গমন নীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকের ঋণ ও বিনিয়োগ কর্মসূচি পালনে সিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

সিটি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভের (ইউএনইপিএফআই) উদ্যোগে নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স (এনজেডবিএ) গঠিত হয়েছে। এটি গ্লাসগো ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর নেট-জিরোর (জিএফএএনজেড) ব্যাংকিং অংশীদার। জলবায়ু ও অর্থসংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত এই জোটের সভাপতিত্ব করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আর্থিক খাতের দায়িত্বকে নির্ধারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই এই জোট, যাদের হাতে বৈশ্বিক ব্যাংকিং সম্পদের প্রায় ৪০ শতাংশ। এই জোটে ৪০টি দেশের ১০০টিরও বেশি সদস্য ব্যাংক আছে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সিটি ব্যাংক ঋণ, বিনিয়োগ ও পরামর্শক সেবার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জীবনমানের সঙ্গে আপস না করে অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। টেকসই অর্থায়ন ও সবুজ অর্থায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং ২০২০ অনুসারে, সিটি ব্যাংক গত বছর বাংলাদেশের শীর্ষ-১০ টেকসই ব্যাংকের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্যারিস চুক্তি ও জাতিসংঘের বৃহত্তর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোর লক্ষ্যে সিটি ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল অর্থায়নের নীতি মেনে চলে। কেন্দ্রীয় ব্যাংকের টেকসই আর্থিক নীতির আলোকে জনগণের উন্নতির জন্য পরিবেশগত, সামাজিক বিনিয়োগ নীতি অনুসরণ করে থাকে তারা।

এএ