বিশ্বব্যাংকের ১৭০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৬ ১০:১৩:২৪


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও , মুদ্রাস্ফীতি, কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব এছাড়ার রয়েছে ঋণ নিয়ে উদ্বেগ। ঋণ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছে শ্রীলঙ্কা। ফলে দেশটিতে সংকট এবং সংঘাতের ঘটনা ঘটছে। এ অবস্থায় বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় ১৭ হাজার কোটি (১৭০ বিলিয়ন) ডলারের অর্থ সহায়তা তহবিলের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। আগামী ১৫ মাসের মধ্যে এই অর্থ যুদ্ধ, মহামারি ও মূল্যস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে দেওয়া হবে।

এপ্রিল ২০২২ থেকে জুন ২০২৩ এর মধ্যে বিশ্বব্যাংকের সদস্য দেশগুলো এই তহবিল প্যাকেজ ব্যবহার করতে পারবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভা এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বৈশ্বিক নানা সংকট চলমান। সাধারণত বছরে দুইবার, এপ্রিল ও অক্টোবরে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে গত দুই বছর এ সভা ভার্চুয়ালি আয়োজন করা হয়।

এবার সরাসরি বৈঠক বসেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় ২৪ এপ্রিল। বৈঠকে এই তহবিল প্যাকেজের কথা পুনর্ব্যক্ত করেন সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

রোববার (২৫ এপ্রিল) বিশ্বব্যাংকের ওয়াশিংটন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ১৮৯টি দেশের প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

সানবিডি/এনজে