লিবিয়ায় ২৪০ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৬ ১৬:০৭:৫৪


ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে ২৪০ বাংলাদেশিকে আটক করেছে লিবিয়া পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এম এম শামীম উজ জামান।

লিবিয়া পুলিশের দেয়া তথ্য অনুসারে, শনিবার মিসরাতা জেলা থেকে আটক করা হয় ৫৪১ জনকে। তারা দেশটির জারিখ উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করছিল। আটককৃতদের বেশিরভাগ বাংলাদেশি। পরে তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা মানবপাচারকারী চক্রের সহায়তায় ইউরোপে যাচ্ছিলেন। পরিচয় নিশ্চিতের পর আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা, আইওএমের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে সংস্থাটির সাথে যোগাযোগ রক্ষা করছে দূতাবাস।