‘কৃষকদের কাছ থেকে বেশি দামে আলু কেনা সম্ভব না’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৬ ২০:০৬:৪৭


এ বছর ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ হয়ে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেছে দেশের বিভিন্ন জায়গার চাষীরা। এ নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকদের কাছ থেকে এখন বেশি দামে আলু কেনা সম্ভব না।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নেপালের কৃষিমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার বিভিন্ন দেশে আলু রফতানির চেষ্টা করছে। শ্রীলংকা ও রাশিয়ায় এর প্রক্রিয়া চলছিল। কিন্তু দুই দেশেই আর্থিক সংকট ও যুদ্ধ পরিস্থিতি থাকায় এ উদ্যোগ থমকে গেছে। আলুর ব্যবহার ও মার্কেটিং সহজ হলে আগামী ২ বছরের মধ্যে দামের সংকট কেটে যাবে বলে আশাবাদী কৃষিমন্ত্রী।