র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা কামনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৬ ২২:২৬:৪৯
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে ভারত যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করবে বলে জানান তিনি। তবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, এ মুহুর্তে র্যাবের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে না যুক্তরাষ্ট্র।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের আসন্ন সফর নিয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে ঢাকায় আসবেন।
তবে তার সফরে বাণিজ্য, যোগাযোগ, বর্ডার হাটসহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা কামনার বিষয়েও কথা বলেন।
এর আগে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও কথা বলেন। লিবিয়ায় আটক বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তারা।
এএ