দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৪-২৭ ১২:৪২:৫২


মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সামরিক জান্তার আদালত তাকে এ কারাদণ্ড দিয়েছে। খবর রয়টার্সের।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা।

এসব মামলার মধ্যে প্রথমটির সাজার রায় এলো আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন আছে।

সূত্র : রয়টার্স