জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা

প্রকাশ: ২০১৬-০২-২২ ২০:৪০:১৪


JNU“অতীতে অনুভব, অনুভবে যুক্তি মেলায় মুক্তি” স্লোগানকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সদ্য প্রতিষ্ঠিত রেনেসাঁ ডিবেটিং ক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট্য প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার এ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি পদে মনোনীত হয়েছেন অত্র বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী আবু নাছের ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন হয়েছেন অত্র বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী সাইফুর রহমান। আজ দুপুর ২টায় অত্র বিভাগের সহকারি অধ্যাপক খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে এক সভায় কমিটি ২০১৬ এর ঘোষণা দেয়া হয়।এতে উপস্থিত ছিলেন অত্র বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

সানবিডি/ঢাকা/আলামিন/এসএস