চলতি ২০২২ বছর

৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বাংলাদেশে: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-২৭ ১৪:৪৩:১২


চলতি ২০২২ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। আর ২০২৩ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ, যা ২০২৭ সালে বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।

গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, আইএমএফ পঞ্জিকাবর্ষ (জানুয়ারি-ডিসেম্বর) ধরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে থাকে, অর্থবছর (জুলাই-জুন) নয়। কিন্তু বিশ্বব্যাংক ও এডিবি অর্থবছর ধরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। চলতি এপ্রিলে ওই দুই সংস্থাও প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

বিশ্বব্যাংকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। আর এডিবি ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

এ ছাড়া মূল্যস্ফীতির ব্যাপারে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সে পূর্বাভাসে সংস্থাটি বলেছে, বছরজুড়েই উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকে। পুরো বছরের গড় মূল্যস্ফীতি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। তবে আগামী ২০২৩ সালে তা কিছুটা কমে ৫ দশমিক ৯ শতাংশে নামতে পারে।

আইএমএফ বলছে, চলতি ২০২২ সালে এই অঞ্চলে সর্বোচ্চ ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে ভারতের। এ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভুটানে ৪ দশমিক ৪, নেপালে ৪ দশমিক ১, পাকিস্তান ৪ ও শ্রীলঙ্কায় ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। সেই হিসেবে ভারতের পর বাংলাদেশেরই হবে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি।

সানবিডি/এনজে