দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টেস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৭ ১৪:৫৮:৫৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০১ বারে ১৩ হাজার ৩২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে আমান ফিডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯৭ বারে ৭ লাখ ৫০ হাজার ৪৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬২৪ বারে ১৬ লাখ ১০ হাজার ২২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৬৭ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.০৩ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩.৮৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩.৮৩ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৮০ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস