বিওধারীর মৃত্যুর পর শেয়ার-টাকা পাবেন নমিনি

:: আপডেট: ২০২২-০৪-২৭ ১৫:৪৬:২০


পুঁজিবাজারে বিনিয়োগকারী কর্তৃক মনোনীত নমিনিকে উক্ত বিনিয়োগকারীর মৃত্যুর পর তার গ্রাহক হিসাবে রক্ষিত অর্থ এবং বিও হিসাবে রক্ষিত সিকিউরিটিজ হস্তান্তর বিষয়ে দিব নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২৪ এপ্রিল (রোববার) কমিশনের সহকারী পরিচালক মাকসুদা মিলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, পুঁজিবাজারে বিনিয়োগকারী কর্তৃক মনোনীত নমিনিকে উক্ত বিনিয়োগকারীর মৃত্যুর পর তার গ্রাহক হিসাবে
রক্ষিত অর্থ এবং বিও হিসাবে রক্ষিত সিকিউরিটিজ হস্তান্তর বিষয়ে এপ্রিল ২০ অনুষ্ঠিত ৮২১তম কমিশন সভার সিদ্ধান্তের আলোকে নিম্নবর্ণিত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ করা হলোঃ

১. বিনিয়োগকারী কোন ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করে থাকলে, মনোনীত নমিনি উক্ত বিনিয়োগকারীর মৃত্যুর পর তার গ্রাহক হিসাবে রক্ষিত অর্থ এবং বিও হিসাবে রক্ষিত সিকিউরিটিজসমূহ (প্রযোজা ক্ষেত্রে মার্জিন ঋণ সমন্বয় সাপেক্ষে) প্রাপ্য হবেন; এবং

২, বিনিয়োগকারী কোন বাক্তিকে নমিনি হিসেবে মনোনীত না করে থাকলে, উক্ত বিনিয়োগকারীর মৃত্যুর পর আদালত কর্তৃক ইস্যুকৃত ওয়ারিশান সনদ অনুযায়ী উত্তরাধিকারী(গণ) মৃত ব্যক্তির গ্রাহক হিসেবে রক্ষিত তহবিল এবং বিও হিসাবে রক্ষিত সিকিউরিটিজসমূহ (প্রযোজ্য ক্ষেত্রে মার্জিন ঋণ সমন্বয় সাপেক্ষে) প্রাপ্য হবেন।

এতত্বারা, কমিশনের পত্র সুত্র নং -বিএসইসি/এসআরআই/ এমবি/পলিসি/৫/২০১৬/৭৭৬ তারিখঃ অক্টোবর ২৩, ২০১৮ বাতিল করা
হলো।

এর আগে  ২০১৬ সালের এপ্রিলে হাইকোর্টের এক রায়ে নমিনি নয়, বরং উত্তরাধিকারীরা টাকা পাবে এবং নমিনির কাজ একজন ট্রাস্টির মতো হবে বলে উল্লেখ করা হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসএ