৯ ব্রোকারের ১৫ ট্রেডারের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-২৭ ১৬:০৪:৫৪


নয় ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে বুধবার (২৭ এপ্রিল) সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়েছে বিএসইসি।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সানবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থগিতাদেশ তুলে নেয়া ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে রয়েছে পার্কওয়ে সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, কাইয়ুম সিকিউরিটিজ, রশিদ ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, টিএ খান সিকিউরিটিজ, জেকেসি সিকিউরিটিজ এবং কাজী ইক্যুইটিজ লিমিটেড।

শূন্য টাকা দরে বিক্রির আদেশ দেওয়া শেয়ারগুলো হলো- গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, আইসিবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

এর আগে গত ১৮ এপ্রিল শুন্য দরে শেয়ার বিক্রয়াদেশ নিয়ে ৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের আচরনকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করে কমিশন। যে কারনে তাদের লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ দেয়।

বিএসইসির এমন সিদ্ধান্তের পরে গত ২১ এপ্রিল ১৫ জন ট্রেডারের উপরে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিএসইসিকে চিঠি দেয় ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি রিচার্ড ডি রোজারিও। যার ধারাবাহিকতায় আজ প্রত্যাহার করে নিল বিএসইসি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ