ইউক্রেনকে পশ্চিমাদের দেওয়া অস্ত্রভাণ্ডার ধ্বংস করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৭ ১৬:১৬:২৭
ইউক্রেনকে পশ্চিমাদের সরবরাহ করা বিপুল সংখ্যক অস্ত্র ধ্বংস করেছে রুশ বাহিনী। বুধবার (২৭ এপ্রিল) দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ চালানোর কথা জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক সংবাদ সম্মেলনে রাশিয়ার মন্ত্রণালয় জানায়, ইউক্রেন বাহিনীর জন্য ইউরোপিয়ান দেশ ও যুক্তরাষ্ট্রের দেওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে দেওয়া হয়েছে। জাপোরিঝজিয়া অ্যালুমিনিয়াম প্ল্যান্টের অঞ্চলে উচ্চ-নির্ভুল দূর-পাল্লার সমুদ্র-ভিত্তিক কালিবর ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে।
তবে ঠিক কি ধরনের অস্ত্র ধ্বংস করা হয়েছে তা প্রতিবেদনে বলা হয়নি।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জার্মানিতে ৪০ দেশের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়াকে পরাস্থ করতে ইউক্রেনে ভারী অস্ত্র পাঠাতে এই বৈঠক করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।