হিলিতে রসুনের দাম বেড়ে দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৭ ১৭:০৩:০৯
দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। দুদিন আগেও যেখানে প্রতি কেজি রসুন ৩০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় বেড়েছে রসুনের দাম।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কেউ যেন কোনও কারসাজি করতে না পারে, এ জন্য বাজারে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে। ইতোমধ্যে মূল্যতালিকা না টাঙানোয় এবং বাড়তি মূল্যে পণ্য বিক্রির দায়ে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সানবিডি/এনজে