বাউল শাহ্‌ আব্দুল করিম ও “মহাজনের নাও”

প্রকাশ: ২০১৬-০২-২৩ ১০:৫৬:১৮


abdul-korimসিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেছিলের সুরের এক পাখি বাউল শাহ্‌ আব্দুল করিম(১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯)। “বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে” “আগে কি সুন্দর দিন কাটাইতাম” “গাড়ি চলে না” “আমি কূলহারা কলঙ্কিনী” “কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া” “কোন মেস্তরি নাও বানাইছে” “কেন পিরিতি বাড়াইলারে বন্ধু” “বসন্ত বাতাসে সইগো” “আইলায় না আইলায় নারে বন্ধু” “মহাজনে বানাইয়াছে ময়ুরপংখী নাও” “আমি তোমার কলের গাড়ি” “সখী কুঞ্জ সাজাও গো” “জিজ্ঞাস করি তোমার কাছে” “মানুষ হয়ে তালাশ করলে” “আমি বাংলা মায়ের ছেলে” “রঙ এর দুনিয়া তরে চাই না” -এই কালজয়ী গানগুলো সহ প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এই স্বশিক্ষিত বাউল।

মাটির কাছাকাছি ও ভাটি অঞ্চলের শীতল হাওয়ায় বেড়ে উঠেন বলে, তাঁর গানে কালনী নদী,হাওর,গানের আসর,নদীর পাড়,নৌকা তথা প্রকৃতির এক উজ্জ্বল ছোঁয়া মেলে।সোহরাওয়ার্দি,ভাসানী,বংগবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক বিদেশি কালজয়ী মানুষের সংস্পর্শে এসেও তিনি ছিলেন প্রকৃতির খুবই কাছে।

তিনি নিজের দেহটাকে তুলনা করেছিলেন নৌকা আর মহাজন হিসেবে বুঝিয়েছিলেন সৃষ্টিকর্তাকে। এই জীবন দর্শনের আলোকে নাট্যকার শাকুর মজিদ রচনা করেছেন “মহাজনের নাও” নাটকের পাণ্ডুলিপি যা গীতি কবিতার পায়ার ছন্দে লেখা। “নৃত্যশৈলী-সিলেট” -এর পরিবেশনা ও নীলাঞ্জনা যুঁই -এর নির্দেশনায় প্রথমে কলকাতা,তারপর সিলেট এবং সদ্য(৩০/০১/২০১৬) জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনায় ১১তম মঞ্চায়ন হয় ঢাকার ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট এ।

আজ বিদেশী সংস্কৃতির যাঁতাকলে পিষ্ট হয়ে বিকৃত প্রায় আব্দুল করিমের গানগুলোর প্রকৃত সুর। এমতাবস্থায় প্রকৃত সুরের আদলে জামালউদ্দীন হাসান বান্নার কণ্ঠসংগীত, বাউল নাচ,ধামাইল নাচ,নৌকা বাইচের নাচ,জিকির নৃত্য,নেপথ্য কন্ঠ তথা আংশিক মূকাভিনয় ভঙ্গী প্রভৃতির দুর্দান্ত এক সমাবেশ ঘটেছে উক্ত গীত-নৃত্য-নাট্যে।বর্তমান প্রেক্ষাপটে এক দৃশ্যপটে মাহান এই বাউল সাধকের জীবন দর্শনকে উপস্থাপন প্রশংসার দাবিদার।১৫ ফেব্রুয়ারি ছিল এই বাউলের সম্রাটের জন্মশত বার্ষিকী,মহান এই বাউলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

সানবিডি/ঢাকা/কাওসার/এসএস