কারণ ছাড়াই দর বাড়ছে প্রাইম ইসলামী লাইফের
প্রকাশ: ২০১৬-০২-২৩ ১৩:২৫:২৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটিই জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গতকাল সোমবার ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
কোম্পানিটি গত ১০ কার্যদিবসে শেয়ারটির দর বৃদ্ধি ঘটেছে। গত ৮ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার দর ছিল ৪৫ টাকা। গতকাল শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ৬৫ টাকা ৪০ পয়সায়। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো