স্বল্প সময়ে সুষ্ঠ হজ ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ: হাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৭ ২১:২৬:১১


হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম বলেছেন, স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠভাবে হজ কার্যক্রম পরিচালনা করাই বড় চ্যালেঞ্জ।  এছাড়া বিমান ভাড়া আরো কমিয়ে হজ প্যাকেজ ঘোষনার দাবি জানান তিনি।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত হজ ও ধর্মীয় সংবাদকর্মীদের সংগঠন ‘ রিলিজিয়াস রিপোটার্রস ফোরাম(আরআরএফ)’ এর ইফতার মাহফিলে এসব কথা বলেন হাব সভাপতি।

ফোরাম সভাপতি ফয়েজ উল্লাহ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, আটাবের নির্বাহী কমিটির সদস্য ফরিদ আহম্মেদ মজুমদার, আটাবের সাবেক যুগ্ম মহাসচিব সায়েম মো. হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, বিএসআর এফ সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

এসএ/এনজে