দর পতনের শীর্ষে সাউথ বাংলা ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৮ ১৫:২০:০৭


পবিত্র ঈদুল ফিতরের আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭০৩ বারে ৭ লাখ ৭৭ হাজার ৯৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫০০ বারে ২১ লাখ ৩ হাজার ৪৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৯০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মীর আখতারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬০ বারে ১ লাখ ২২ হাজার ৬৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সী-পার্ল হোটেলের ৪.৮৩ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.৭৮ শতাংশ, দুলামিয়া কটনের ৪.৭৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৭২ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৭০ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৪.৪৩ শতাংশ ও ইয়াকিন পলিমারের ৪.৪৩ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস