আজকের বৈঠকে লভ্যাংশ দিচ্ছে না এসআইবিএল
প্রকাশ: ২০১৬-০২-২৩ ১৩:৩৬:১৩
আজ মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভা করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। তবে আজকের এই সভায় ব্যাংকটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানিটি পর্ষদ সভা হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, ব্যাংক কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা করার পূর্বে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে অর্থিক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। তবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না পওয়ায় প্রতিষ্ঠানটি লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। তবে এ বিষয়ে খুব শিগগির নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআইবিএলে কোম্পানির সচিব বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী সভা করলেশেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়। ব্যাংকগুলো লভ্যাংশ ঘোষণা করার পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়।
তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত আমরা এর অনুমোদন পায়নি। এ জন্য আজকের বৈঠকে লভ্যাংশের বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না। তবে অনেকগুলো কমসূচিকে সামনে রেখে আমাদের পর্ষদ সভা ডাকা হয়েছে বিধায় আমাদের আজকের বৈঠকটি হবে। আমরা বাংলাদেশ ব্যাংককের অনুমোদন নিয়ে খুব শিগগির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবো।
সানবিডি/ঢাকা/আহো