যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন, স্বামী আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-২৮ ২০:৩৪:১৭


কুমিল্লার দেবিদ্বারে যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) উপজেলার গুনাইঘরে এই ঘটনা ঘটে।

দগ্ধ সাদিয়া আক্তার বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।

আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে।

সাদিয়া বলেন, ‘বাবা মারা যাওয়ার পর স্বামী যৌতুকের জন্য চাপ দেয়। সাত-আট লাখ টাকা না দিলে আমাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হতো। গত শনিবার বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকৃতি জানালে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসাদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।’