এশিয়া কাপের টিকিট পেতে…

প্রকাশ: ২০১৬-০২-২৩ ১৪:০৩:৪৫


accটানা তৃতীয়বার এশিয়া কাপের আসর বসছে বাংলাদেশে। বুধবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। পাঁচ জাতির টি ২০ এশিয়া কাপের টিকিট মঙ্গলবার থেকে বিক্রি শুরু হয়েছে।

প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। ‘মাইক্রোম্যাক্স টি ২০ এশিয়া কাপ ২০১৬’-এর টিকিটের সবচেয়ে কম দাম ১৫০ টাকা। সর্বোচ্চ তিন হাজার টাকা। প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ঢাকায় ইউসিবি ব্যাংকের মিরপুর শাখা থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন দর্শকরা। এছাড়া প্রগতি সরণী, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, বসুন্ধরা ও নয়াবাজার শাখায় ইউক্যাশের মাধ্যমে ম্যাচের টিকিট পাওয়া যাবে।

ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি ২০ ফরম্যাটে। প্রতিটি ম্যাচ ডে-নাইট। শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

টিকিটের দাম
গ্র্যান্ড স্ট্যান্ড : ৩০০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ড : ১০০০ টাকা।
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল
স্ট্যান্ড : ৫০০ টাকা।
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড : ২৫০ টাকা।

সানবিডি/ঢাকা/এসএস