সম্পর্কের নতুন যুগ শুরু করতে যাচ্ছে তুরস্ক ও সৌদি আরব : এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৪-২৯ ২২:১৪:০৯
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কের এক নতুন যুগ শুরু করতে যাচ্ছে তুরস্ক ও সৌদি আরব। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।
সৌদি বাদশাহ সালমানে কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, মক্কা ও মদিনা শহরের খাদেমের আমন্ত্রণে আমরা সৌদি আরব সফরে এসেছি।
এরদোগান তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বলেছেন, ভ্রাতৃপ্রতিম দু’দেশের (তুরস্ক ও সৌদি আরব) মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক আছে। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যেন আমাদের সম্পর্ক আরো বৃদ্ধি পায় তার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি আমরা। আমরা দু’দেশের মধ্যে সম্পর্কের এক নতুন যুগ শুরু করতে যাচ্ছি।
তিনি বলেন, সৌদি আরবের সাথে স্বাস্থ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প ও আর্থিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা হবে। এ বিষয়গুলোতে দু’দেশেরই স্বার্থ জড়িত। এছাড়া নবায়নযোগ্য ও দূষণমুক্ত জ্বালানি খাতে একসাথে কাজ করবে তুরস্ক ও সৌদি আরব।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আরো বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি তুরস্কের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
সূত্র : ডেইলি সাবাহ
এএ