তরুণদের বইয়ের মধ্যে এগিয়ে ‘খবরের ফেরিওয়ালা’
আপডেট: ২০১৬-০২-২৩ ১৬:১৪:৪২
সৃজণের উৎসব-বইমেলা ৷ বইমেলা এক করে দেয় নতুন পুরোনো সব চিন্তা, হৃদয় ও মননের ৷ তরুণরাও মুখিয়ে থাকেন এই একটি মাসের অপেক্ষায় ৷ এবারও অনেক তরুণের বই এসেছে মেলায় ৷ এর মধ্যে উপন্যাস, গল্প ও কবিতা-ই বেশি ৷ তবে ভিন্নধর্মী বিষয়াবলী নিয়ে লিখে যাচ্ছেন হাতেগুনা কয়েকজন ৷ এইসব তরুণের মধ্যে একজন হলেন- অামিরুল মোমেনীন মানিক ৷
গত চার বছর ধরে নিয়মিতভাবে বইমেলায় নতুন বই অাসছে তার ৷ সবগুলো বইয়ের বিষয়বস্তু অালাদা রকমের ৷ ২০১২ সালে বের হয় ‘বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক’ ৷
বইটি বিপুল অালোচিত হয় ৷ ২০১৩ সালে অাসে ‘রাজনীতির কালো শকুন’ ৷ পরের বছর মেলায় প্রকাশিত হয় ‘বঙ্গবীর এক্সপ্রেস’ ৷ ২০১৫ সালে বের হয় ‘ জনচাকর’ ও ‘মুখোশপরা মুখ’৷
অার মানিকের এবারের মেলার বই ‘খবরের ফেরিওয়ালা’ ও ‘সুর-সঞ্চারী’ ৷ ইতোমধ্যে শেষ হয়েছে খবরের ফেরিওয়ালার প্রথম মুদ্রণ ৷ দ্বিতীয় মুদ্রণও শেষের পথে ৷
বিষয় বৈচিত্রে অালাদা হওয়ায় টিভি মিডিয়া নিয়ে স্বপ্ন দেখা তরুণদের মধ্যে ব্যাপক অাগ্রহ সৃষ্টি হয়েছে বইটি নিয়ে ৷ বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা সংগ্রহ করছে এই বই ৷
এ প্রসঙ্গে অামিরুল মোমেনীন মানিক বলেন, ‘নিজেকে একজন কৃষক মনে করি ৷ প্রতি বছরের মতো এবারও এসেছে সফল অামার দুটি বই ৷ পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি মাঠের ২০ ও ২১ নাম্বার স্টলে ৷ গত ২০ দিনে খবরের ফেরিওয়ালার ১০০০ কপি শেষ হয়ে যাওয়ার ঘটনা একজন ক্ষুদ্র লেখকের জন্য নিশ্চয়ই অানন্দের ৷’