২১ আরোহী নিয়ে নেপালে বিমান নিখোঁজ
প্রকাশ: ২০১৬-০২-২৪ ১১:২২:০৬
২১ আরোহী নিয়ে নেপালের একটি যাত্রীবাহী ছোট বিমান নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
নেপালের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পার্বত্য এলাকা দিয়ে উড়ে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সঙ্গে প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।