গেইনারের শীর্ষে ঢাকা ডায়িং
প্রকাশ: ২০১৬-০২-২৪ ১৭:৪৬:০২
ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি আজ বুধবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এই দিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটির আজ সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ২০ পয়সা দরে। এদিন কোম্পানির ১৬ লাখ ১৭ হাজার ৯৬৫টি শেয়ার ৭৬১ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা আইসিবির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ১১ শতাংশ।গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ০৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৭০ টাকা ২০ পয়সা দরে। আজ কোম্পানির ১০ লাখ ৬১ হাজার ৫৭৬টি শেয়ার ২ হাজার ৪৩৯ বারে লেনদেন হয়।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউসিবিএল, সিঙ্গার বিডি, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, শাহজালাল ইসলামী ব্যাংক ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।