আফ্রিদিরা ঢাকায়
প্রকাশ: ২০১৬-০২-২৫ ০০:১৯:২৬
এশিয়া কাপে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার রাত ৮টায় শহিদ আফ্রিদির নেতৃত্বে দলটি পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেছে। দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মুরশিদ জাহান।
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দলটি সরাসরি উঠেছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে।
আসরে পাকিস্তানীরা তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণেই গড়া পাকিস্তানের এই টি২০ ক্রিকেট দলটি। দলে আফ্রিদি কিংবা মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন মোহাম্মদ নেওয়াজ ও সারজিল খানের মতো আন্তর্জাতিক ক্রিকেটের আনকোড়া ক্রিকেটাররাও।