ব্যাংক এশিয়ার পর্ষদ সভা স্থগিত
প্রকাশ: ২০১৬-০২-২৫ ১৪:৩৪:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বৈঠকটি হওয়ার কথা ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী পর্ষদ সভা হওয়ার কথা থাকলেও আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হয়। তবে এখন পর্যন্ত কোম্পানিটির এ অনুমোদন নেওয়া বাকি রয়েছে। তাই সভাটি স্থগিত করা হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। ওই বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।