আমিরাতকে হালকা ভাবছে না বাংলাদেশ

প্রকাশ: ২০১৬-০২-২৫ ২০:১৮:১০


bangladeshcricketএশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে আগামীকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এবার বাছাইপর্ব উতরে এশিয়া কাপের মূলপর্বে খেলছে আমিরাত।

আমিরাতকে মোটেও খাটো করে দেখছে না বাংলাদেশ। ভারতের মত কঠিন প্রতিপক্ষ ভেবেই কাল মাঠে নামতে চাই মাশরাফিরা। কারণ, টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমিরাতের বিরুদ্ধে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমিরাতকে মোটেও হালকা করে দেখছে না বাংলাদেশ। “ক্রিকেট খেলা, যেকোনও কিছুই হতে পারে। ভারতের বিপক্ষে আমরা যেভাবে পরিকল্পনা করেছি, ঠিক একই রকম সমান গুরুত্ব দিয়ে আমাদের মাঠে নামতে হবে। এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।”

তিনি আরও বলেছেন, “ভারতের বিপক্ষে ওদের ব্যাটিংকে আমরা ১৪-১৫ ওভার পর্যন্ত যেভাবে আটকে রাখতে পেরেছিলাম, আমাদের সেটা বড় অর্জন। হয়ত পরিকল্পনা পুরো কাজে লাগাতে পারিনি। তবে অনেক ইতিবাচক কিছু নিতে পারি। ভাল দিকগুলো আমরা সামনের ম্যাচেও ধরে রাখতে চাই, ওই ভুলগুলো আর করতে চাই না।”

সানবিডি/ঢাকা/আহো