ইবি কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

প্রকাশ: ২০১৬-০২-২৫ ২২:৫০:১৫


 

dfd956ee-c895-4dc4-a5b4-fa49cd2daa76অধ্যাপক সমমান বেতন স্কেল ও চাকরির বয়স সীমা বৃদ্ধির দাবিতে ইসলমী বিশ্ববিদ্যলয়ের কর্মকর্তরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে । বৃহস্পিতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে তারা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির দাবী উপ-রেজিস্ট্রার/সমমান পদের প্রারম্ভিক বেতন স্কেল ২৫৭৫০-৩৩৭৫০ টাকা যা সহযোগী অধ্যাপকদের সমমান। এছাড়া কর্মকর্তাদের চাকরীর বয়সসীমা ৬২ বছর। এ দুই দফা দাবিতে তারা অবস্থান ধর্মঘট ও কর্ম বিরতি পালন করেছে।

এসময় কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল, সধারণ সম্পাদক আহসানুল হক (হাসান), সহ-সভাপতি আলোমগীর হোসন খান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান মাখনসহ অর্ধ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল বলেন, “দাবি আদায় না হলে আগামী ২৭ ফেব্রুয়রিী ১ ঘন্টা, ২৮ ফেব্রুয়ারী ২ ঘন্টা, ২৯ ফেব্রুয়ারী ৩ ঘন্টা, ১ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও এসময়ের মধ্যে তাদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে না নিলে ২ মার্চ থেকে লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হব।”

সানবিডি/ঢাকা/আহো