সারাদেশের প্রেক্ষাগৃহে শুভমুক্তি ‌‌‌‍‍‘কৃষ্ণপক্ষ’

প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৪:৫৯:১৮


riazpic_103569ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা রিয়াজ। বেশকিছু দিন দূরে ছিলেন রুপালি পর্দা থেকে। দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন তিনি। এ মাসেই মুক্তি পেয়েছে রিয়াজ অভিনীত চলচ্চিত্র ‘সুইটহার্ট।’ এই ছবিতে রিয়াজ একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

রিয়াজ ও মাহি অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি আজ শুক্রবার প্রেক্ষাগ্রহগুলোতে চলছে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

ছবি দুটি সম্পর্কে রিয়াজ বলেন, দীর্ঘ দুই বছর প্রতীক্ষার পর ‘সুইটহার্ট’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে এই মাসে। বলাকা সিনেমা হলে আমি ছবিটি দেখেছি। আর ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি আজ সারাদেশে মুক্তি পেয়েছে। সম্প্রতি ছবিটির প্রিমিয়ার শো আমি দেখেছি।আসল কথা হচ্ছে,এই ছবিটি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। সিনেমার গল্পটি নিঃসন্দেহে চমৎকার।

কৃষ্ণপক্ষ ছবিটি সম্পর্কে রিয়াজ বলেন, এই ছবিটির কিছু দৃশ্য দেখার সময় দর্শকদের চোখে পানি চলে আসবে।একজন অভিনেতা হিসেবে এতে আমি খুবই খুশি। শাওনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে রিয়াজ বলেন, একটি ভালো ছবি বানানোর জন্য শাওন সর্বাত্মক চেষ্টা করেছেন।আশাকরি, দর্শকরা একটি ভালো ছবি উপভোগ করতে পারবেন।

সানিবডি/ঢাকা/আহো